রাজধানীতে যানজটের বিপর্যয়, জনজীবন স্তব্ধ

প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ণ ৩৫৯ বার পঠিত
রাজধানীতে যানজটের বিপর্যয়, জনজীবন স্তব্ধ

ঢাকা প্রেস নিউজ
 

ইসলামি মহাসম্মেলনের কারণে রাজধানী ঢাকা সোমবার অচল হয়ে পড়ে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই সম্মেলনে লাখো মানুষের সমাগমে রাজধানীর যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।
 

 

সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা মানুষে মুখরিত হয়ে ওঠে। সম্মেলনস্থল থেকে রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ পর্যন্ত জনস্রোত ছড়িয়ে পড়ে। ফলে শাহবাগ থেকে মৎস্য ভবন, কাকরাইল, প্রেস ক্লাব, শিক্ষা ভবনসহ বিভিন্ন রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
 


এর প্রভাব পড়ে রাজধানীর প্রায় সবকটি প্রধান সড়কে। সায়েন্সল্যাব, মিরপুর রোড, চাঁনখারপুল, পল্টন, নয়া পল্টন, মগবাজার, তেজগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, বিজয় সরণিসহ বিভিন্ন এলাকায় যানজটের কারণে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।
 

সড়ক পথে যাতায়াত ব্যহত হওয়ায় মেট্রোরেলে যাত্রীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ হাজার হাজার মানুষ মেট্রোরেলে চড়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করে। ফলে নিয়মিত যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র কামরুল ইসলাম বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের কারণে সড়ক পথে যাতায়াত করা সম্ভব হয়নি। তাই অনেকেই বাস ছেড়ে মেট্রোরেলে চড়েছেন। কিন্তু মেট্রোরেল স্টেশনগুলোতে জনাকীর্ণ অবস্থা।”