২০২৪ সালের ১৯ জানুয়ারি শুক্রবার, জাপানের মহাকাশযান স্লিম চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দিয়েছে।
স্লিম চাঁদের মাটিতে অবতরণ করেছে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে। নির্ধারিত সময়ের মাত্র ১ মিনিট দেরিতে ল্যান্ডিং করেছে স্লিম। এছাড়াও একেবারে পিনপয়েন্ট ল্যান্ডিং করেছে এটি। মানে হালকা পালকের মতো গিয়ে যেখানে নামার কথা একেবারে সেখানেই অবতরণ করেছে স্লিম।
স্লিম চাঁদের মাটিতে অবতরণ করার পরই জাপান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সফল অভিযানের কথা ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, জাপান এই অভিযানের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন এক মাইলফলক অর্জন করেছে।
স্লিম চাঁদের মাটিতে অবতরণ করার পর সেখানে তিনটি দিন কাজ করবে। এরপর এটি চাঁদের কক্ষপথে ফিরে যাবে।
স্লিমের মূল লক্ষ্য হল চাঁদের ইতিহাস নিয়ে গবেষণা করা। এছাড়াও, চাঁদে মানুষের বসবাসের সম্ভাব্যতা নিয়ে গবেষণা করবে স্লিম।
স্লিম চাঁদে অবতরণ করার মাধ্যমে জাপান বিশ্বের পঞ্চম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে। এর আগে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারত চাঁদের মাটিতে অবতরণ করতে সক্ষম হয়েছিল।