এশিয়া কাপ ছেড়ে মুশফিকের সঙ্গে দেশে ফিরলেন অধিনায়ক সাকিব

প্রকাশকালঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ ০৫:২৬ অপরাহ্ণ ২১১ বার পঠিত
এশিয়া কাপ ছেড়ে মুশফিকের সঙ্গে দেশে ফিরলেন অধিনায়ক সাকিব

বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম যে এশিয়া কাপ থেকে দেশে ফিরবেন সেটা আগেই জানা ছিল। তার স্ত্রী সন্তানসম্ভবা। তাই সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই তিনি আজ রবিবার দেশে ফিরেছেন। তবে অবাক করা ব্যাপার হলো, 

মুশফিকের সঙ্গে দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান! যার দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনাই ছিল না। বিসিবি সূত্রে জানা গেছে, দুজনই ১৩ সেপ্টেম্বর ফের শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ। 


যদিও শ্রীলঙ্কার কাছে গতকালের পরাজয়ে টাইগারদের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেছে বললেই চলে। মুশফিকের দেশে ফেরার খবরটি আগেই গণমাধ্যমে এসেছিল। দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন 'মি. ডিপেন্ডেবল'। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই মুশফিক দেশে ফেরার চিন্তা করছেন। 

অধিনায়ক সকিবের দেশে ফেরার খবরটি আচমকাই এসেছে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম কালের কণ্ঠ'কে জানিয়েছেন, সাকিব ব্যক্তিগত কাজে ছুটি নিয়ে দেশে ফিরেছেন। রাবীদ ইমামের ভাষায়, 'আগামী তিনদিন (১০-১২ সেপ্টেম্বর পর্যন্ত) আমাদের কোনো কর্মকাণ্ড নেই। এরপর আবার অনুশীলন। এর মধ্যেই ফিরে আসার কথা সাকিব-মুশফিকের।'