**ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন**

প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ ৪৮৪ বার পঠিত
**ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন**

ঢাকা প্রেস নিউজ

 

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ ওঠানামায় জটিলতা দেখা দিয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো বিমান রানওয়েতে অবতরণ করতে পারেনি।
 

বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এবং এয়ার অ্যাস্ট্রার আরেকটি ফ্লাইট অবতরণের সময় নির্ধারিত থাকলেও তা সম্ভব হয়নি।
 

রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য প্রয়োজন কমপক্ষে দুই হাজার মিটার দৃষ্টিসীমা। তবে বর্তমানে সেখানে মাত্র ৪০০ মিটার ভিজিবিলিটি বিরাজ করছে। তিনি আরও জানান, বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।