ঢাকা প্রেস,পাবনা উত্তর প্রতিনিধি:-
পাবনা জেলার কাশিনাথপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি পাবনার আমিনপুর থানার বসন্তপুর গ্রামের মো. ইকবালের ছেলে মো. জামিল (২৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে একটি ইঞ্জিনচালিত অটোর সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মো. জামিল মারা যান। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আহত তৃতীয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত ইঞ্জিনচালিত অটোটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।