সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা) প্রতিনিধি:-
নাটোরের সিংড়ায় নগদ টাকাসহ আটক গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. সাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও অবৈধ অর্থ বহনের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে উল্লেখ করা হয়, নির্বাহী প্রকৌশলী মো. সাবিউল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেন। পাশাপাশি, তার গাড়িতে অবৈধ অর্থ বহনের অভিযোগ ওঠে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয় যে, বিধিমালা অনুযায়ী মো. সাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার পটভূমি: গত বৃহস্পতিবার রাত একটার দিকে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নাটোরের সিংড়ার চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে গাড়িটি তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেটকারের পেছনে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে প্রকৌশলী সাবিউল ইসলাম তা জমি বিক্রির টাকা বলে দাবি করলেও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
পরবর্তীতে যৌথ বাহিনী নগদ টাকা ও গাড়িটি জব্দ করে। পাশাপাশি প্রকৌশলী সাবিউল ইসলাম ও তার গাড়িচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরদিন শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান থাকায় তাকে পরিবারের জিম্মায় মুচলেকার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়।
দুদকের তদন্ত: দুর্নীতি দমন কমিশন (দুদক) পুরো ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে বিষয়টি লিখিতভাবে দুদককে জানানো হয়েছে।
আদালতের নির্দেশ: নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান রোববার বিকেলে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা, সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ, আদালতে আবেদন করলে বিচারক এই নির্দেশ প্রদান করেন।