ঢাকা প্রেস নিউজ
ফেনী জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়া মানুষকে উদ্ধার ও ত্রাণ সহায়তা দিতে বাংলাদেশ নৌবাহিনী মাঠে নেমেছে। গত বুধবার থেকে শুরু হওয়া এই উদ্ধার অভিযানে বৃহস্পতিবার আরও দুটি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম:
অবিরাম প্রচেষ্টা:
বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তাঁরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।