কুমিল্লায় বন্যা ও বৃষ্টিতে চারজনের মৃত্যু

প্রকাশকালঃ ২২ আগu ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ ৫৩৭ বার পঠিত
কুমিল্লায় বন্যা ও বৃষ্টিতে চারজনের মৃত্যু

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কমিল্লা প্রতিনিধি:-

কুমিল্লায় দুই দিনের ভারী বৃষ্টি ও বন্যার কারণে চারজনের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২১ আগস্ট), নাঙ্গলকোটে বন্যার পানিতে তলিয়ে গিয়ে কেরামত আলী (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। তিনি মাছ ধরার সময় এই দুর্ঘটনার শিকার হন। একই দিনে, নগরীর ছোটরা এলাকার রাফি (১৫) নামে এক কিশোর বৈদ্যুতিক পিলারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরার সময় মাথায় গাছ পড়ে শাহাদাত হোসেন (৩৪) নামে এক প্রবাসী মারা যান।
 


 

সোমবার (১৯ আগস্ট), কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়ে আইনজীবী সোহরাব হোসেন সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
 

মৃতদের মধ্যে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, একজনের মাথায় গাছ পড়ে এবং একজন পানিতে তলিয়ে মারা যায়।

 

বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে।
 

কুমিল্লা জেনারেল হাসপাতালের চিকিৎসক যোবায়ের হোসেন এবং নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব এই ঘটনাগুলো নিশ্চিত করেছেন।
 

এই মর্মান্তিক ঘটনাগুলি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া বিস্তার করেছে।