ঢাকা প্রেস
মো:করিম,মাটিরাঙ্গা উপজেলা (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
ফেসবুকে পরিচয়ের পর প্রেম, আর সেই প্রেমের টানে পাকিস্তান থেকে বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসে পৌঁছেছেন ২৮ বছর বয়সী এক যুবক, আলীম উদ্দিন। তিনি পাকিস্তানের লাহোর শহরের মৃত জেমীল উদ্দিনের ছেলে।
আলীম জানান, প্রায় ৮ মাস আগে ফেসবুকে তার পরিচয় হয় তাহমিনা আক্তার বৃষ্টির সঙ্গে। ২১ বছর বয়সী বৃষ্টি খাগড়াছড়ি কলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা আবুল হোসেনের মেয়ে।
প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ১১ ডিসেম্বর আলীম পাকিস্তান থেকে চট্টগ্রামে আসেন। সেখানকার বেস্ট ওয়েস্টার্ন হোটেলে ৮ দিন অবস্থান করে ১৯ ডিসেম্বর খাগড়াছড়িতে গিয়ে কোর্ট ম্যারেজ করেন। পরে চট্টগ্রামে ফিরে যান। ২২ ডিসেম্বর বেলছড়িতে বৃষ্টির পিতৃগৃহে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের পুনরায় বিবাহ সম্পন্ন হয় বলে জানান বৃষ্টির বাবা আবুল হোসেন।
এ ঘটনা জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বর্তমানে আলীম তার প্রেমিকার বাড়িতে অবস্থান করছেন। বৃষ্টির পাসপোর্ট এবং ভিসার প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে নিয়ে দেশে ফিরবেন বলে জানান তিনি। মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলে বৃষ্টির বাবা অনুমতি না দেওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, তিনি বিশেষ সূত্রে জেনেছেন যে ২২ ডিসেম্বর পাকিস্তানি এক যুবকের সঙ্গে আবুল হোসেনের মেয়ের বিয়ে হয়েছে। তবে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, যদিও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।
এ বিষয়ে বৃষ্টির বাবা আবুল হোসেন বলেন, প্রথমে সম্পর্কটি মেনে নিতে চাননি তারা। তবে উভয়েই প্রাপ্তবয়স্ক এবং বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ায় শেষমেশ তারা মেনে নিয়েছেন। তিনি আরও জানান, কোনো আনুষ্ঠানিকতা না হওয়ায় বিবাহের কাগজপত্র বা ছবি নেই।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম বিষয়টি জানেন এবং তা তদন্ত করছেন। তিনি জানান, রাষ্ট্রীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।