আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম উপজেলার বেহুলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আজ ১২ আগষ্ট মঙ্গলবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
স্থানীয়, সহকারী শিক্ষক ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আশরাফুল আলম প্রতিদিন বিদ্যলয়ে ৫ম শ্রেণির ছাত্রীদের ক্লাস নেন। গতকাল মঙলবার (১২ আগস্ট) বিকাল ৩টার দিকে ভুক্তভোগী শিক্ষর্থীকে বিদ্যলয়ের সবার অগোচরে দ্বিতীয় তলায় একটি ফাঁকা রুমে ডেকে নিয়ে যান ওই প্রধান শিক্ষক।
পরে ভুক্তভোগী ঐ ছাত্রীকে শরিরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত ও গালে চুমু খায়। এ সময় ভুক্তভোগী ছাত্রীটি তৎক্ষণাৎ ডাক চিৎকার করে। এসময় অন্যান্য রুম থেকে চিৎকার শুনে ছাত্র ছাত্রীরা এগিয়ে আসলে ঐ শিক্ষক বিদ্যালয় থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। এরপর ওই ছাত্রী বিষয়টি তাঁর স্কুলের সহপাঠীদের, শিক্ষকদের ও অভিভাবকদের জানায়।
পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাথীর অভিভাবকরা বিকাল ৫ টার দিকে উপজেলায় মিলিত হয়ে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক সাইফুল ইসলাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা আরোও বলেন ওই শিক্ষক ইতিপুর্বেও এ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়েও এমন ঘটনা ঘটিয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঈনুল ইসলাম এর ব্যাবহিত মোবাইল ফোনে একাধীকবার ফোন করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নী।
অভিযোগের বিষয় জানতে চাইলে রৌমারী উপজেলার নিবার্হী কর্মকর্তা উজ্জল কুমার হালদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।