শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৫ ০৬:৪৮ অপরাহ্ণ   |   ২৪ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা। তাঁদের সঙ্গে একযোগে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদেবার্তায় জানিয়েছে, তিন বাহিনীর সমন্বিত সহায়তায় অগ্নি নির্বাপণের কাজ চলছে।
 

ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমানের সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাটি নিশ্চিত করে এবং ২টা ৩৪ মিনিটে প্রথম চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে একে একে মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।