নিজের আগের রেকর্ড ভেঙে আবারও গিনেস বুকে নাম লিখিয়েছেন ইরানের ৫৪ বছর বয়সী আবুলফজল সাবের মোখতারি। সর্বশেষ তিনি শরীরে ৯৬টি চামচ ব্যালান্স করে নজিরবিহীন কীর্তি গড়েছেন।
আবুলফজল জানান, তিনি তার ত্বকে যেকোনো বস্তু আটকে রাখতে পারেন। এই অদ্ভুত ক্ষমতার প্রথম স্ফুরণ হয় তার শৈশবে—হঠাৎ করেই বিষয়টি আবিষ্কার করেন তিনি। তার ভাষায়, “বহু বছর সাধনা ও চর্চার মাধ্যমে আমি এই প্রতিভাকে শক্তিশালী করে তুলেছি।”
প্রথমবার ২০২১ সালে তিনি ৮৫টি চামচ নিজের শরীরে ধরে রেখে রেকর্ড গড়েছিলেন, যা পূর্বের ৬৪টি চামচের রেকর্ডকে ছাড়িয়ে যায়। এরপর ২০২৩ সালে সেই সংখ্যা বাড়িয়ে করেন ৮৮। সর্বশেষ, ২০২৫ সালের জানুয়ারিতে তা আরও বাড়িয়ে ৯৬-এ পৌঁছান।
রেকর্ড গড়ার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আবুলফজল টপলেস অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং একজন সহকারী ধৈর্য সহকারে তার শরীরে একে একে চামচ বসিয়ে দিচ্ছেন। মাঝে মাঝে কিছু চামচ পড়ে গেলেও সহকারী তা দ্রুত পুনরায় সঠিকভাবে বসিয়ে দিচ্ছেন। সব চামচ স্থাপন শেষে সহকারী বলেন, “কাজ শেষ।” এরপর আবুলফজল তার শরীরের পেশি টান দিয়ে উদযাপন শুরু করলে চামচগুলো মেঝেতে পড়ে যায়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে দেওয়া বক্তব্যে আবুলফজল দাবি করেন, শুধু চামচই নয়—তিনি প্লাস্টিক, কাচ, কাঠ, ফল, পাথর এমনকি একজন প্রাপ্তবয়স্ক মানুষকেও নিজের শরীরে ‘আটকে’ রাখতে পারেন।
তিনি বলেন, “আমার এই ক্ষমতার মূল রহস্য হলো শক্তির স্থানান্তর। আমি আমার ভেতরের শক্তি নির্দিষ্ট বস্তুর ভেতর সঞ্চার করি—শর্ত একটাই, আমাকে সেটিকে স্পর্শ করতে ও অনুভব করতে হয়। এরপর আমি মনোযোগ দিয়ে ফোকাস করি, তখনই সেই শক্তি স্থানান্তর সম্ভব হয়।”
বিশ্ব এখন তাকিয়ে আছে—আবুলফজল আবার কবে নতুন কোনো অবিশ্বাস্য কীর্তি নিয়ে চমকে দেবেন সবাইকে!
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, জিও নিউজ