মাদারীপুরের শিবচরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার আতঙ্কে পালিয়েছেন নারীরাও

প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৪ ০২:০৯ অপরাহ্ণ ৬০২ বার পঠিত
মাদারীপুরের শিবচরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার আতঙ্কে পালিয়েছেন নারীরাও

ঢাকা প্রেস,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-


মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে হিরু মাতব্বর নামের এক ব্যক্তি সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা যান। ঘটনার পর গ্রেপ্তার আতঙ্ক ও প্রতিপক্ষের হামলার ভয়ে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। এমনকি নারীরাও রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

 

স্থানীয়দের তথ্যমতে, শিবচরের দত্তপাড়া ইউনিয়নে মালেক মোল্লা ও টুকু ফরাজির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে এই সংঘর্ষ বাধে। প্রথম সংঘর্ষ হয় রবিবার রাতে এবং সোমবার দুপুরে দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্রসহ উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন। সংঘর্ষের সময় টুকু ফরাজির লোকজন আর্য্যদত্তপাড়া এলাকায় হিরু মাতুব্বরকে একা পেয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

হিরু মাতব্বর নিহত হওয়ার পর মালেক মোল্লার সমর্থকরা প্রতিশোধ হিসেবে টুকু ফরাজির অনুসারী মতিউর রহমান খানের বাড়িতে হামলা চালায়। তারা পাঁচটি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। ঘটনার পর পুরুষরা আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যায়, আর নারীরাও নিরাপত্তার ভয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন।
 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।