সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ   |   ৯০ বার পঠিত
সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি:-

 

সাভারে এক রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত একজন। নিহতদের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
 

রোববার (২৭ এপ্রিল) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।
 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ব্যাংক টাউন এলাকায় হৃদয় ও আরতী নামে দুইজন রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 

নিহতরা হলেন ব্যাংক টাউন মহল্লার ধিরেনের ছেলে হৃদয় এবং একই এলাকার রাকেশের স্ত্রী আরতী।
 

এদিকে, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে বাসের এক যাত্রী নিহত হন এবং আহত হন আরও অন্তত একজন।
 

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।