ঢাকায় ভারতীয় সিনেমার ১১১ বছর পূর্তি উদযাপন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ণ   |   ৬৬ বার পঠিত
ঢাকায় ভারতীয় সিনেমার ১১১ বছর পূর্তি উদযাপন

বিনোদন ডেস্ক:-

 

ঢাকায় ভারতীয় সিনেমার ১১১ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। গত রোববার ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনটি বিশেষ গুরুত্ব পায়। অনুষ্ঠানে জানানো হয় যে, চলতি বছরের মে মাসে মুম্বাইর জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ১ থেকে ৪ মে ২০২৫ পর্যন্ত প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’ (ওয়েব সামিট)।
 

এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা, নির্মাতা ও কলাকুশলী, এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘ওয়েব হল একটি সক্রিয় প্ল্যাটফর্ম, যা সহযোগিতা, উদ্ভাবন এবং শৈল্পিক উৎকর্ষের নতুন পথ তৈরি করতে একসঙ্গে কাজ করার সুযোগ দেয়। এর মূল লক্ষ্য হল সারা বিশ্বের মিডিয়া এবং বিনোদন শিল্পের নেতাদের একত্রিত করা।’
 

এছাড়াও, অনুষ্ঠানটির অংশ হিসেবে ‘জার্নি অব ইন্ডিয়ান সিনেমা’ শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয় এবং অস্কার বিজয়ী ভারতীয় ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারস’-এর প্রদর্শনীও হয়।
 

এছাড়া, ওয়েব সামিটে গ্লোবাল মিডিয়া ডায়ালগ, মিডিয়া ও বিনোদন সিইওদের গোলটেবিল আলোচনা, ওয়েবস পুরস্কার, ২২টি আন্তর্জাতিক চ্যালেঞ্জ, মাস্টারক্লাস এবং কর্মশালা, ক্লাসিক্যাল ও ফিউশন সাংস্কৃতিক পারফরম্যান্সসহ আরও নানা আকর্ষণ থাকবে। ভারতবর্ষের জন্য একটি সভা এবং প্রদর্শনী অনুষ্ঠানও থাকছে এই সামিটে।