নারী বিশ্বকাপের আলোচনার কেন্দ্রবিন্দু পেসার মারুফা আক্তার এখন সম্পূর্ণ সুস্থ আছেন। তার কোনো চোটজনিত সমস্যা নেই বলে জানিয়েছেন দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ। নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, স্ক্যান করারও প্রয়োজন হয়নি। আজ (বুধবার) বিশ্রামে থাকলেও শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার মতো পুরোপুরি ফিট থাকবেন এই তরুণ পেসার।
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মারুফা ও লেগ স্পিনার ফাহিমা খাতুন। দুজন মিলে তুলে নেন ৫টি উইকেট, যা ইংল্যান্ডকে হারানোর কাছাকাছি নিয়ে গিয়েছিল বাংলাদেশকে। তবে ইনিংসের মাঝপথে মারুফার মাসল ক্র্যাম্প হওয়ায় তিনি মাত্র ৫ ওভার বল করতে পেরেছিলেন। টিম ম্যানেজমেন্টের ধারণা, তিনি পুরো ১০ ওভার বোলিং করতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।
প্রধান নির্বাচক শিপন বলেন,
“মারুফা চিকিৎসা নেওয়ার পর শেষদিকে আবার বোলিং করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তখন হাতে তেমন ওভার ছিল না, তাই অধিনায়ক ঝুঁকি নিতে চাননি। সে এখন পুরোপুরি ফিট। আগামী ম্যাচে নিশ্চিতভাবেই খেলবে। পুরো কোটায় বোলিং করতে পারলে আমাদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হতো, বৈচিত্রও বাড়ত। আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে ও দুর্দান্ত কিছু করবে।”
বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা এই তরুণ পেসারকে ইতিমধ্যে ‘সুইং স্পেশালিস্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন অনেকেই। এমনকি শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও প্রশংসা করেছেন তার সুইংয়ের। পাকিস্তানের বিপক্ষে ইনসুইং ডেলিভারিতে ওমাইমা সোহাইল ও সাইদা আমিনকে বোল্ড করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন মারুফা। দুজনই ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষেও প্রথম ওভারেই তিনি এনে দেন ব্রেকথ্রু, ৫ ওভারে ২৮ রান দিয়ে নেন ২ উইকেট।
দলের আশা, আসন্ন নিউজিল্যান্ড ম্যাচে আবারও আগুনে বোলিংয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের এই তরুণ পেস সেনসেশন মারুফা আক্তার।