শৈল্পিক ফুটবল খেলা উপহার দিয়ে ৩-২ গোলে হেরেছে অ-১৩ দল...

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৩ অপরাহ্ণ   |   ৩৮৪ বার পঠিত
শৈল্পিক ফুটবল খেলা উপহার দিয়ে ৩-২ গোলে হেরেছে অ-১৩ দল...

ক্রীড়া ডেস্ক,চট্টগ্রাম:-



২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ স্মৃতি স্মরণে  দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নিজস্ব খেলোয়াড় নিয়ে আয়োজিত ম্যাচে সিনিয়র টিম (অ-১৭) ৩-২ গোলে জুনিয়র টিম (অ-১৩)কে হারিয়েছে।


 



জয়ী দলের পক্ষে একাই ৩গোল দিয়ে হ্যাটট্রিক করে সেরা পুরস্কার লাভ করেন লালন সরকার, জুনিয়র টিমের স্টাইগার ২ গোল করে কান্ত দত্ত শান্তনা পুরস্কার এবং একই দলের নবাগত সদস্য ফুটবলার মোঃ রাব্বি উদীয়মান রৌপ্য পদক জিতেন।

 



৬০ মিনিটের খেলাটি শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সাবেক ফুটবলার মোঃ আব্দুর রহিম, মোঃ রাকিব হোসেন ,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলাটি পরিচালনা করেন সহকারী কোচ ও সিনিয়র ডিভিশনের ফুটবলার মোঃ মামুন।