চট্টগ্রামে নিত্য পণ্যের বাজার মনিটরিং এ জেলা প্রশাসনের টিম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ মার্চ ২০২৫ ০৪:০৭ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
চট্টগ্রামে নিত্য পণ্যের বাজার মনিটরিং এ জেলা প্রশাসনের টিম

বিশেষ প্রতিবেদন:-

 


চট্টগ্রাম মহানগরে গতকাল ১৩ মার্চ , বৃহস্পতিবার ফিরিঙ্গি বাজারে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে  মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন।

 

 

বাজার মনিটরিং এ নেতৃত্ব দেন সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সাদমান সহিদ এবং ইজাহারুল আহম্মেদ শিহাব। 


অভিযান চলাকালে গরুর মাংস, সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। 


এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায়  ও ওজন পরিমাপক যন্ত্র বিএসটিআই অনুমোদিত না হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪ টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।

 
বৃহস্পতিবার দুপুরে বাজার মনিটরিং কালে বিএসটিআই এর কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।


এদিকে বাকলিয়ার চাক্তাই পাইকারি চালের বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল  এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। এ সময় কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট  ধারায় মোট ৬ টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।


নগরীর পাহাড়তলী পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), বাকলিয়া সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

 

অভিযান চলাকালে বিভিন্ন অভিযোগে ৪ টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। 


বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসেস ফরিদা খানম।