সাতক্ষীরায় ছেলে নিখোঁজ দেড় বছর বৃদ্ধ পিতা রহমত আলীর মনবেতর জীবন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ মার্চ ২০২৫ ০৩:২৬ অপরাহ্ণ   |   ৯৮ বার পঠিত
সাতক্ষীরায় ছেলে নিখোঁজ দেড় বছর বৃদ্ধ পিতা রহমত আলীর মনবেতর জীবন

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ-


ছেলে প্রায় দেড় বছর নিখোঁজ উপরোন্ত ৭ জনের সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে বৃদ্ধ রহমত আলীর। মানবেতার জীবন যাবন করছে এই পবিত্র রমজান মাসে। ছেলে হারোনার বেদনায় ও সংসার খরচ তার খুব কষ্টের হয়ে পড়েছে। কেনরকম এক বেলা খেয়ে না খেয়ে দিনতিপাত করছেন তিনি।


সাতক্ষীরা শহরের মুনজিতপুরের বাসিন্দা রহমত আলী (৭১)  জানান, তার ছেলে কামরুল ইসলাম ফলের ব্যাবসা করতো। সুখের সংসার ছিল তার। আমার ছেলে আলিপুর গ্রামের রহমত আলির সাথে ফলের ব্যাবসা করতো। প্রায় দেড় বছর আগে ঢাকায় ফল কিনতে যেয়ে নিখোঁজ হয়। সেখান থেকে অদ্যবদি তার কোন সন্ধান পায়নি। কামরুলের ছোট ছোট চারটি কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। বড় মেয়ে জান্নাতুল ফেরদাউস নবম শ্রেণীতে পড়ে। মেঝ মেয়ে ফাতেমা তুজ জোহরা তৃতীয় শ্রেণীতে পড়ে। সেজ মেয়ে খাদিজা তুল কোবরা প্রথম শ্রেণীতে ও ছোট মেয়ে আয়শা সিদ্দিকা রয়স এখন তিন বছর। চার সন্তান স্ত্রী ও বৃদ্ধ পিতা মাতা নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বৃদ্ধা রহমত আলীর। একদিকে বাচ্চাদের পড়ালেখা অন্যদিকে সংসার সবমিলিয়ে তিনি এখন পাগল প্রায়। অন্যদিকে ছেলে কামরুল যার সাথে ব্যাবসা করতো সেই পার্টনার রহমত আলী মার্কেট থেকে বকেয়া টাকা টাকা তুলে নিচ্ছে। আমাকে একটি টাকাও দিচ্ছে না। কিছু টাকা দিলে আমি কোন রকমে সংসার চালতে পারতাম। প্রতিদিন আমি  বৃদ্ধ বয়সে লোকের কাছে চেয়ে চিন্তে আমার সংসার চলে। সমাজে বৃত্তবান কাছে সাহায্যার আবেদন জানান তিনি। সাহায্য পাঠাতে পারেন ০১৭২৬ ৯৬১২১৪/ ০১৩১২ ৪০২৫৫৪ এই নাম্বারে।