চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা-এর ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট দেলওয়ার হোসেন।
শনিবার সমিতির অ্যাডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সভায় এই নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন অ্যাডহক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. খায়রুল আনাম। সভা শেষে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়।
নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন:
সহ-সভাপতি: ফিরোজ আহম্মেদ, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সহ-সাধারণ সম্পাদক: ফুরকান হাবিব
কোষাধ্যক্ষ: মো. ইসমাইল হক
সাংগঠনিক সম্পাদক: মো. সারিউল ইসলাম রাজু (সদর), মেজর (অব.) মো. আমিরুল ইসলাম (শিবগঞ্জ), মো. আবুল কালাম আজাদ (ভোলাহাট), মো. মশিদুল হক (নাচোল), মো. কামরুল হাসান (গোমস্তাপুর)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. জহিরুল ইসলাম
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: জিয়াউল হক সবুজ
শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক: প্রকৌশলী শামিম আহমেদ
সমাজকল্যাণ সম্পাদক: মো. আনারুল ইসলাম
মহিলা বিষয়ক সম্পাদক: মোসা. রেবেকা সুলতানা
দপ্তর সম্পাদক: সৈয়দ নাজমুল ইসলাম (মানিক)
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
মো. আবুল কালাম আজাদ, মো. দুরুল হুদা, আব্দুল কাদের, আনোয়ারুল শোয়েব, মো. শফিকুল ইসলাম, সারিউল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. মইফুল ইসলাম, মোহাম্মদ আশফাকুল আশেকীন, মো. মাহ্ফুজ আলম, আনোয়ারুল ইসলাম (মাসুম) এবং অ্যাডভোকেট ইব্রাহিম খলিল।
নবনির্বাচিত কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।