আমদানি অব্যাহত, তবে চালের দাম কমছে না

প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ণ ৩১৪ বার পঠিত
আমদানি অব্যাহত, তবে চালের দাম কমছে না

ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-

 

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্তভাবে চাল আমদানি অব্যাহত থাকলেও খুচরা বাজারে চালের দাম কমছে না। গত দুই সপ্তাহে কেজিপ্রতি দেশি চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়ে গেছে। বর্তমানে আটাশ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা, শম্পা কাটারী ৬৮ টাকা, স্বর্ণা জাতের চাল ৪৮ টাকা এবং জিরাশাইল ৬৬ টাকা কেজি দরে। অন্যদিকে, ভারত থেকে আমদানিকৃত রত্না আতব ৫৩ থেকে ৫৪ টাকা এবং শম্পা কাটারী ৭১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
 

ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বন্দরের পাইকারি বাজারে চাল বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে নিম্নআয়ের মানুষের জন্য চালের দাম কমানো নিয়ে চরম সমস্যা দেখা দিয়েছে।
 

রোববার (১৭ নভেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, "ভারত থেকে প্রতি মেট্রিকটন চাল ৪১০ থেকে ৪৭০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। আমরা চাল আমদানি করে তেমন লাভবান হচ্ছি না, তবে আশা করছি শিগগিরই খুচরা বাজারে দাম কমবে।"
 

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) ভারতীয় ৩৭টি ট্রাকে ১ হাজার ২৬০ মেট্রিকটন চাল হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।
 

এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় সারাদেশে ১০২ জন আমদানিকারককে ৫ লাখ ৮৭ হাজার মেট্রিকটন চাল আমদানির বরাদ্দ দিয়েছে। বর্তমানে, হিলি স্থলবন্দর দিয়ে ৬০ হাজার মেট্রিকটন চাল আমদানির অনুমতি পেয়েছেন ব্যবসায়ীরা।