রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৭ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করার রিটকারী নারী প্রার্থীর প্রতি ‘গণধর্ষণের’ হুমকির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে অভিযুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মঙ্গলবার বিক্ষোভ করে।
 

বিক্ষোভকারীরা দুপুরে টিএসসি থেকে মিছিল শুরু করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। মিছিলে তারা নানা ধরনের স্লোগান দেন, যেমন –
“এসো ভাই, এসো বোন, গড়ে তুলি অঙ্গীকার”,
“আলী হুসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে”,
“নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না”।


 


 

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “৫ আগস্টের পর নারীদের পোশাক ও কথা বলার স্বাধীনতা হরণ করেছে একটি গুপ্ত সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আলী হুসেন একজন শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়েছেন। প্রশাসন ও রাষ্ট্র তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আহ্বান জানাই, আলী হুসেনকে দ্রুত গ্রেপ্তার ও একাডেমিক শাস্তির আওতায় আনা হোক, যাতে সুস্থ ও নিরাপদ ক্যাম্পাস গড়া সম্ভব হয়।”
 

জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, “নারী শিক্ষার্থীদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। ইসলামের নাম ধরে কিছু সংগঠন নারীদের নিরাপত্তার কথা বললেও, তারা নিজেই হেনস্থা করছে। প্রশাসন ডাকসু নির্বাচন পেছানোর সুযোগ দিচ্ছে, তবে আলী হুসেনের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেই। যারা জাতীয় নির্বাচন ও ডাকসু পেছানোর ষড়যন্ত্র করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে।”
 

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “৫ আগস্ট পর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বক্তব্য ও মতপ্রকাশের স্বাধীনতা শুরু হয়েছিল। কিন্তু দেশবিরোধী চক্রান্তকারী একটি শক্তি সেই স্বাধীনতাকে ব্যাহত করার চেষ্টা করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিক্ষার্থীদের টার্গেট করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।”
 


 

রোকেয়া হল ছাত্রদলের আহ্বায়ক শ্রাবণী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিতে পারে না। রাজনীতিতে নারীদের নিরাপদ করতে হবে।”
 

শামসুন্নাহার হল শাখা ছাত্রদলের আহ্বায়ক বিথি হাসান বলেন, “নারীরা রাজনীতিতে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। কিছু গোষ্ঠী আমাদের আটকে রাখতে চায়। ডাকসুতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কম, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”

 


 

প্রসঙ্গত, গত সোমবার তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলমের রিটের পর হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেয়। এরপর আলী হুসেন ফেসবুকে হুমকি দেন, তবে পরে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দেন। তিনি দাবি করেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে তার পুরনো ফেসবুক পোস্টে দেখা যায়, তিনি জামায়াত ও ছাত্রশিবিরের কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন। শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, আলী হুসেন শিবিরের সমর্থক নন এবং বিভিন্ন সময় বিভিন্ন দলের কর্মসূচিতে অংশ নেন।