 
                            
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
ঢাকা প্রেসঃ
কুড়িগ্রামের রাজাহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামে কবর থেকে চুরি হওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের নুরজাহান বেগম (৭৮) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাগরিবের নামাজের পর ওই গ্রামের তেঁতুল তলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে মৃতের ছোট ছেলে নুরুল হুদা নবাব (৩৫) কবরস্থানে গিয়ে কবরের এক অংশ খোলা অবস্থায় দেখতে পান। মায়ের লাশ চুরির বিষয় নিশ্চিত হয়ে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ জানান।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অনুসন্ধানের এক পর্যায়ে কবরস্থানের অদূরে আবু হোসেন নামে একজনের জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় লাশ দেখতে পাওয়া যায়। পরে রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করা হয়। নারী পুলিশের সহায়তায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা পুনরায় লাশের জানাজা সম্পন্ন করে ফজরের নামাযের পর যথাস্থানে লাশ দাফন করেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। লাশ চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    