ছেলের ফলাফল শুনে রায়হানের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন

প্রকাশকালঃ ১৫ অক্টোবর ২০২৪ ০৩:৩০ অপরাহ্ণ ৫০৪ বার পঠিত
ছেলের ফলাফল শুনে রায়হানের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-


গত ৫ আগস্ট, বাড্ডায় বিজয় মিছিলে যোগদান করার সময় পুলিশের গুলিতে নিহত হন মো. রায়হান। তার মৃত্যুতে গোটা দেশ শোকাহত হয়ে পড়ে। রায়হানের মৃত্যুর প্রায় আড়াই মাস পর, তার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জিপিএ ২.৯২ নিয়ে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

 

রায়হান নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী বাড়ির মো. মোজাম্মেল হোসেন ও আমেনা দম্পতির একমাত্র ছেলে। তিনি রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।  

ছেলের এই ফলাফল শুনে রায়হানের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। তাদের একমাত্র সন্তানকে হারিয়ে তারা এখনও শোকাহত। রায়হানের বাবা মো. মোজাম্মেল হোসেন বাড্ডায় একটা বাড়িতে কেয়ারটেকারের চাকরি করতেন। রায়হান পাশেই একটা মেসে থাকতেন।
 

রায়হানের এই অকাল মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি সহপাঠী এবং শিক্ষকবৃন্দও মর্মাহত। তারা সবাই মনে করেন, রায়হান মেধাবী ছাত্র ছিল এবং ভবিষ্যতে দেশের জন্য অনেক কিছু করতে পারত।