সমস্যার সমাধান রাস্তার পরিবর্তে টেবিলে বসে করুন: ডিএমপি কমিশনার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০২ অপরাহ্ণ   |   ৯৪ বার পঠিত
সমস্যার সমাধান রাস্তার পরিবর্তে টেবিলে বসে করুন: ডিএমপি কমিশনার

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-



ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, সবাই ধৈর্য্য ধারণ করুন এবং সমস্যার সমাধান রাস্তার পরিবর্তে অফিসে টেবিল-চেয়ারে বসে সমাধান করুন।

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনারের তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।
 

ডিএমপি কমিশনার বলেন, আগে ডেপুটি পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) হিসেবে দুই বছর এখানে কাজ করেছি। সেই স্মৃতিচারণ করার জন্য এখানে এসেছি। তখন বিশাল এলাকা ছিল। এই অঞ্চলটা অত্যন্ত অপরাধ প্রবণ ছিল। কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর বিচরণ ছিল এই এলাকাতে। মাসখানেক আগেও মোহাম্মদপুর, আদাবর এলাকায় ছিনতাই বৃদ্ধি পেয়েছিল। এখানে প্রয়োজনের অধিক অফিসার-ফোর্স মোতায়েন করে প্রতিদিন ব্লক রেইড দেওয়া হচ্ছে, পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে, ইদানিং ছিনতাই অনেক কমে গিয়েছে। অপরাধ বিভাগের  পাশাপাশি সিটিটিসি, ডিবির টহলও জোরদার করা হয়েছে। আমি আশা করছি ছিনতাই অচিরেই বন্ধ হবে। আমরা সকলে মিলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
 

কমিশনার বলেন, আগের তুলনায় এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে এখন বড় সমস্যা হচ্ছে অনেকে তাদের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামে। ট্রাফিক বন্ধ করে মানুষের চলাচলে কষ্ট সৃষ্টি করে। অনেক দুর্ভোগ সৃষ্টি করে। ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় আটকা থাকে। আমি একাধিকবার তাদেরকে অনুরোধ করেছি, আপনারা এই কাজটি করবেন না। মানুষের অনেক কষ্ট হয়। দাবি-দাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না। আপনারা দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেয়ে টেবিলে বসে সমাধান করেন। মানুষকে কষ্ট দিয়ে দুর্ভোগ সৃষ্টি করে দাবি আদায়ের চর্চা ভালো নয়। সন্তান সম্ভবা নারী, অসুস্থ রোগী হাসপাতালে যেতে পারে না। বিদেশগামী যাত্রী সময় মতো বিমানে উঠতে পারে না। এমন কি গতকালও আপনারা দেখেছেন সিএনজি ড্রাইভাররা সকাল থেকেই ঢাকা শহরে অনেক জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে। শাহবাগে গতকালকেও আমি নিজে গিয়েছি, শিক্ষকদেরকে অনুরোধ করেছি যে আপনারা জাদুঘরের সামনে এখানে বসে থাকেন, পুলিশ আপনাদের কিছু বলবে না, কিন্তু দয়া করে রাস্তায় গিয়ে ট্রাফিক বন্ধ করবেন না। 
 

ফেসবুকের মাধ্যমে আওয়ামী লীগের হরতাল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, অতীতেও তারা এভাবে প্রোগ্রাম দিয়েছে। পুরো শহরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না, এমন কিছু ঘটবে না। 

পরে তিনি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সংস্কার কাজের পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। মত বিনিময় সভায় তিনি সুশীল সমাজের ব্যক্তিদের পুলিশি সেবা সম্পর্কিত বিভিন্ন ধরনের পরামর্শের কথা শোনেন ও তারা আগের পুলিশের চেয়ে বর্তমান পুলিশের প্রশংসা করায় তিনি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
 

উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) ইবনে মিজানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট ও  ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।