মেডিকেল শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে গণসমাবেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ণ   |   ৮৪ বার পঠিত
মেডিকেল শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে গণসমাবেশ

ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গণসমাবেশ করেছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার (১ মার্চ) অনুষ্ঠিত এই সমাবেশে তারা স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
 

শিক্ষার্থীদের প্রধান দাবি— ম্যাটস ও ডিএমএফ কোর্স সম্পন্ন করা ব্যক্তিরা নামের আগে "ডাক্তার" উপাধি ব্যবহার করতে পারবেন না। তারা মূলত চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করেছেন এবং সীমিত ওষুধ প্রয়োগের জ্ঞান নিয়েই চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন, যা অনেক ক্ষেত্রে ভুল চিকিৎসার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে চিকিৎসা ভুলের দায় পুরো চিকিৎসক সমাজের ওপর বর্তাচ্ছে। তাদের দাবি, শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরাই "ডাক্তার" উপাধি ব্যবহার করতে পারবেন।
 

এছাড়া, দেশে ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা বন্ধের জোর দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিললে সংশ্লিষ্ট চিকিৎসকের সনদ বাতিল ও আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে, সেখানে অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 

তারা আরও উল্লেখ করেন, দেশে প্রচণ্ড চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও অনেক মেডিকেল গ্র্যাজুয়েট বেকার রয়েছেন, যা অগ্রহণযোগ্য। এসব বিষয় দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্য উপদেষ্টাকে আল্টিমেটাম দেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তাই, অবিলম্বে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন।