ঘাটে অতিরিক্ত টাকা নিলেই ইজারা বাতিল: উপদেষ্টা সাখাওয়াত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০২:৩১ অপরাহ্ণ   |   ৪৩৩ বার পঠিত
ঘাটে অতিরিক্ত টাকা নিলেই ইজারা বাতিল: উপদেষ্টা সাখাওয়াত

ঢাকা প্রেস নিউজ

 

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, যদি ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ইজারাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের ইজারা বাতিল করা হবে।
 

রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
 

সাখাওয়াত হোসেন আরও বলেন, এক সময় নৌ পরিবহন ছিল আমাদের প্রধান যোগাযোগ মাধ্যম। যদিও এখন সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে, তবুও নৌ পরিবহনের গুরুত্ব অপরিসীম। যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হতে হয়, সেদিকে সংশ্লিষ্টদের অবশ্যই নজর রাখতে হবে।
 

তিনি সতর্ক করে বলেন, নৌ পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার সুযোগ নেই। এমন অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিটিএস-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, জেলা প্রশাসক আজাদ জাহান ও অন্যান্য স্থানীয় কর্মকর্তারা।