শব্দসৈনিক মনোয়ার হোসেন খান পেলেন স্বর্ণপদক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৫ ০১:৪৮ অপরাহ্ণ   |   ৮৯ বার পঠিত
শব্দসৈনিক মনোয়ার হোসেন খান পেলেন স্বর্ণপদক

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খানকে স্বর্ণপদকে ভূষিত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
 

চয়ন সাহিত্য ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্বর্ণপদক পরিয়ে দেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।
 

অনুষ্ঠানটি ছিল কবি লিলি হক প্রতিষ্ঠিত চয়ন সাহিত্য ক্লাবের এক বিশেষ আয়োজন, যেখানে শব্দসৈনিক মনোয়ার হোসেনের বীরত্ব ও সাংস্কৃতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।