মুরাদনগর উপজেলা প্রতিনিধি:-
কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানায় 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে আ.লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. নুর উদ্দিন সরকার রিপন (৪৯) – মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ও পরমতলা গ্রামের মৃত আ: ছাত্তারের ছেলে।
২. গোলাম মোস্তফা (৪০) – ধামঘর ইউনিয়ন আ.লীগ নেতা ও ভুবনঘর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
৩. জুয়েল ভূঁইয়া (৩৫) – নবীপুর (পূর্ব) ইউনিয়ন আ.লীগ নেতা ও বাখরনগর গ্রামের মৃত আলী আশরাফ ভূঁইয়ার ছেলে।
৪. মোঃ জামাল (২৬) – বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হায়দারাবাদ গ্রামের মোর্তজা আলীর ছেলে।
৫. মোঃ ইসমাইল (২৩) – নবীপুর (পূর্ব) ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও নগরপাড় গ্রামের মিজান মিয়ার ছেলে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত নুর উদ্দিন সরকার রিপন, গোলাম মোস্তফা, জুয়েল ভূঁইয়া ও ইসমাইলের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ছাত্রলীগ নেতা মোঃ জামালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।