আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা থেকে ঢাকাগামী এনা পরিবহনে করে গাঁজা পাচারের সময় এক দম্পতিকে আটক করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে কুড়িগ্রাম শহরের এনা পরিবহন কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আনোয়ার হোসেন এবং তার স্ত্রী জেসমিন। তাদের কাছ থেকে মোট ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের কুড়িগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকবাহী ব্যাগসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা বহনের কথা স্বীকার করেছেন এবং দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার তথ্য দিয়েছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদকচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, "আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সমাজের যে স্তরেই মাদক কারবারি থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।"
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কার্যকর অভিযানের প্রশংসা করেছেন।