খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করতে গেলেন মির্জা ফখরুল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ সেপ্টেম্বর ২০২৩ ০৪:০০ অপরাহ্ণ   |   ৩৪৬ বার পঠিত
খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করতে গেলেন মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল। এরপর খালেদা জিয়ার শয্যার পাশে দীর্ঘ ৪০ মিনিট অবস্থান করেন। তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ১১টা ৪০ মিনিটের দিকে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বিএনপি মহাসচিব। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে, শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফেরেন মির্জা ফখরুল।