সাংবাদিক দম্পতি হত্যার মামলায় র‌্যাবের দায়িত্ব সরাতে আবেদন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ   |   ৬১১ বার পঠিত
সাংবাদিক দম্পতি হত্যার মামলায় র‌্যাবের দায়িত্ব সরাতে আবেদন

ঢাকা প্রেস নিউজ


সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। মামলার তদন্তের দায়িত্ব থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-কে সরিয়ে দিতে আদালতে আবেদন করা হয়েছে।

 

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। এর আগে, মামলায় বাদী হিসেবে রুনির ভাই নওশের আলী রোমান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেছেন।
 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নির্মমভাবে খুন হন সাগর-রুনি। এরপর থেকে প্রায় ১২ বছর ধরে মামলার তদন্ত চললেও এখনও কোনো সিদ্ধান্তে আসা যায়নি। র‌্যাব ১১১ বার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। অথচ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের রহস্য উন্মোচনের আশ্বাস দিয়েছিলেন।
 

দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা সাগর-রুনির পরিবার এই ঘটনায় গভীরভাবে হতাশ। তারা বিশ্বাস করেন, র‌্যাবের তদন্তে জড়িত থাকার কারণে মামলার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
 

আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলায় এত দীর্ঘসূত্রিতার কারণ হিসেবে একাধিক বিষয়কে দায়ী করা যায়। এর মধ্যে রয়েছে তদন্ত সংস্থার অদক্ষতা, রাজনৈতিক হস্তক্ষেপ এবং সাক্ষীদের ভয় দেখানো।