১১ বছর পর ফিরছে ‘তারা তিনজন’

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২১ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
১১ বছর পর ফিরছে ‘তারা তিনজন’

বিনোদন ডেস্ক:-

 

বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে হুমায়ূন আহমেদের অন্যতম জনপ্রিয় সৃষ্টি ‘তারা তিনজন’। ডা. এজাজুল ইসলাম (এজাজ), ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন একাধিক নাটক, যা দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল।
 

১১ বছর পর সেই আইকনিক তিন চরিত্র আবারও ফিরছে পর্দায়। হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন তাদের নিয়ে তৈরি করেছেন নতুন কন্টেন্ট ‘ওরা তিনজন’। গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা ফারুক আহমেদ।
 

এই কাজের জন্য বিশেষভাবে লন্ডন থেকে দেশে ফিরেছেন স্বাধীন খসরু, যিনি সিরিজে ডা. এজাজ ও ফারুক আহমেদের ভাগনের চরিত্রে অভিনয় করেন। নতুন এই প্রজেক্টেও তাদের দেখা যাবে সেই পরিচিত চরিত্রেই।
 

তবে এটি নাটক নয়, বরং একটি বিজ্ঞাপন সিরিজ। ফারুক আহমেদ জানান, “নির্মাতা আমাদের এক করেছেন পাঁচটি বিজ্ঞাপনের জন্য। এর চেয়ে বেশি কিছু এখন বলা নিষেধ।”
 

‘তারা তিনজন’ ছাড়াও এই ত্রয়ীর অভিনীত জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে— ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘ভাইরাস’, ‘আমরা জেগে আছি’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’— যেগুলো লিখেছিলেন হুমায়ূন আহমেদ।
 

এবার বাবার পথ ধরে হুমায়ূনপুত্র নুহাশ হুমায়ূন কী নতুন চমক আনছেন, সেটাই দেখার অপেক্ষা!