কক্সবাজারে বন্যহাতির আক্রমণে আহত নারীর মৃত্যু

প্রকাশকালঃ ১০ জুলাই ২০২৪ ০৬:২৩ অপরাহ্ণ ৪৬৫ বার পঠিত
কক্সবাজারে বন্যহাতির আক্রমণে আহত নারীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা প্রেস নিউজ


বন্যহাতির আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনু আরা বেগম নামে এক নারী। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলি মিয়াজী পাড়ায়।

 

 

নিহত জনু আরা বেগম, মো. হেলাল উদ্দিনের স্ত্রী। গত সোমবার (৮ জুলাই) রাত ১১টার দিকে প্রাকৃতিক কাজ সারতে ঘরের বাইরে বেরিয়েছিলেন তিনি। তখন দলছুট একটি বন্যহাতির সামনে পড়ে যান এবং শুঁড় দিয়ে আছড়ে পড়ে গুরুতর আহত হন।
 

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মারা যান।
 

স্থানীয়দের বক্তব্য:

স্থানীয়রা জানিয়েছেন, খাবারের সন্ধানে বন্যহাতি প্রায়শই পাহাড় সংলগ্ন লোকালয়ে নেমে আসে। এর ফলে মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে।
 

বন বিভাগের বক্তব্য:

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানিয়েছেন, হাতির আক্রমণে আহত নারীর মৃত্যুর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, খাবারের অভাবে বন্যহাতিরা লোকালয়ে নেমে আসছে। এ সমস্যা সমাধানে বন বিভাগ কাজ করছে।

 

বন্যপ্রাণী আক্রমণের ঘটনা এখন বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পাচ্ছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের উচিত পদক্ষেপ গ্রহণ করে এসব ঘটনা রোধ করা।