প্রাথমিকের উপবৃত্তি বিতরণে নতুন সিদ্ধান্ত: পছন্দের মোবাইল ব্যাংকে টাকা তোলার সুযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ অক্টোবর ২০২৫ ০৯:০৮ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
প্রাথমিকের উপবৃত্তি বিতরণে নতুন সিদ্ধান্ত: পছন্দের মোবাইল ব্যাংকে টাকা তোলার সুযোগ

এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা নিজেদের পছন্দের মোবাইল ব্যাংকিং (এমএফএস) হিসাবের মাধ্যমে উপবৃত্তির টাকা গ্রহণ করতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপবৃত্তি বিতরণে সব এমএফএস প্রতিষ্ঠানকে সমান সুযোগ দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে।
 

এর ফলে পূর্বের মতো এককভাবে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেডের মাধ্যমে টাকা বিতরণের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২৯ সেপ্টেম্বরের চিঠিতে জানানো হয়, অর্থ বিভাগের নির্দেশনার সঙ্গে অসামঞ্জস্য এবং চুক্তির শর্ত যথাযথভাবে না মানায় নগদ লিমিটেডের সঙ্গে থাকা ত্রিপক্ষীয় চুক্তিটি বাতিল করা হয়েছে।
 

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিকাশ, রকেট, উপায় ও এমক্যাশের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণ করা যাবে। এতে এমএফএস প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও সেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
 

সরকার প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এই উপবৃত্তি প্রদান করে আসছে। পূর্ববর্তী সরকারের সময় উপবৃত্তি বিতরণ বাধ্যতামূলকভাবে নগদের মাধ্যমে করা হলেও, বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে বড় ধরনের অনিয়মের প্রমাণ মেলে।
 

গত বছরের জুলাই মাসে অভ্যুত্থানের পর নগদের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের অধীনে আসে। এরপর সরকারি অর্থ বিতরণে স্বচ্ছতা আনতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়।
 

উপবৃত্তি বিতরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১২ অক্টোবর বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২৬ অক্টোবর থেকে দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উপবৃত্তি বিতরণের নির্দেশ দেয়।
 

চিঠিতে আরও বলা হয়েছে, উপবৃত্তি পেতে সুবিধাভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত মোবাইল সিম ও এমএফএস হিসাব নিশ্চিত করতে হবে। পাশাপাশি, নতুন এই সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের জানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।