আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হান্নান মেম্বার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল বলেন,
“বেগম খালেদা জিয়ার ইন্তেকাল ও তাঁর জানাজায় মানুষের ঢল প্রমাণ করে—তিনি কেবল একটি দলের নেত্রী ছিলেন না; বরং দেশ-বিদেশের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এক অবিসংবাদিত নেতা। তাঁর মৃত্যুতে দল-মত নির্বিশেষে পুরো জাতি আজ শোকাহত।”
তিনি আরও বলেন,
“দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা তাঁর কফিন কাঁধে নিয়ে অঝোরে কেঁদেছেন—এটাই প্রমাণ করে তিনি ছিলেন আদর্শ ও সংগ্রামের প্রতীক। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামশুল আলম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাবেদ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মেরাজ আহমদ মাহিন চৌধুরী, রামু উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপি নেতা রেজাউল করিম টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, সাংগঠনিক সম্পাদক ডা. শফিক আহমদ, সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু, আব্দুল খালেক, কলিম উল্লাহ কলিম, মো. আব্দুল্লাহ, সাবেক সভাপতি কামরুল হাসান সোহেল, উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, কচ্ছপিয়া যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন শাহীন সিকদারসহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে গর্জনিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ শিহাব উদ্দিন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে মিলাদে অংশগ্রহণকারী মুসল্লি ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।