ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৯টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।
কারখানার কর্মকর্তা বলেন, গতকাল বিকেলের পর দুটি গ্রুপে কয়েক শ লোক কারখানায় ঢুকে পড়েন। তাঁদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। লুটপাটের পর রাত ৯টার দিকে কারখানাটির একাধিক ভবনে আগুন লাগিয়ে দেয় লুটপাটকারীরা।
কারখানাটিতে টায়ার প্রস্তুতের জন্য প্রচুর প্লাস্টিকজাতীয় কাঁচামাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস রাত ১১টা ৪০ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানায় টায়ার, টায়ার তৈরির কাঁচামাল রাবার, প্লাস্টিকজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আমাদের ১২টি ইউনিট কাজ করছে। ভবনে আটকে পড়া ১৪ জনকে আমরা উদ্ধার করতে পেরেছি। তাঁরা এই কারখানার কর্মী নন, মূলত কারখানাটির মালামাল সরিয়ে নিতে তাঁরা এসেছিলেন। আরও কেউ ভবনে আছেন কি না, তা আগুন নেভানোর আগে বলা যাচ্ছে না।’
গাজী গ্রুপের মালিক গোলাম দস্তগীর গাজী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য। গতকাল রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি।