কুমিল্লার তিতাসে বিএনপির এক নেতার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। বক্তব্যে তিনি ভুলবশত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীকে “জননেত্রী শেখ হাসিনা” বলে উল্লেখ করেন।
বিএনপির ওই নেতার নাম মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। তিনি তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। গত শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তবে রোববার বিকেলে ওই বক্তব্যের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শুরুতেই মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন—“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।” সঙ্গে সঙ্গে পাশে থাকা অন্য নেতারা তাকে ভুল ধরিয়ে দেন। তিনি পুনরায় বক্তব্য শুরু করতে গেলে ভিডিওটি শেষ হয়ে যায়।
তিতাস উপজেলা বিএনপির নেতারা জানান, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। সভার একপর্যায়ে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন,
“আমি আসলে জননেত্রী বেগম খালেদা জিয়ার নাম বলতে গিয়ে ভুলবশত শেখ হাসিনার নাম উচ্চারণ করেছি। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত, স্রেফ ‘স্লিপ অব টাং’। এ ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমা প্রার্থী।”
এদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এএফএম তারেক মুন্সী ঢাকা প্রেসকে বলেন,
“বিষয়টি আমাদের নজরে এসেছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এরপর সংগঠন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”