১ জুন বাখমুত ছাড়বে ওয়াগনার

প্রকাশকালঃ ২৩ মে ২০২৩ ০২:৫৯ অপরাহ্ণ ৭৭ বার পঠিত
১ জুন বাখমুত ছাড়বে ওয়াগনার

য়াগনার গ্রুপের প্রধান জানিয়েছেন, ১ জুনের মধ্যে বাখমুত রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করে তারা ফিরে যাবেন। সোমবার (২২ মে) রাশিয়ার বেসরকারি সেনাদল ভাগনারের প্রধান বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী মাসের গোড়ায় ইউক্রেনের বাখমুত থেকে ফিরে আসবে তার সেনা। 

ক্ষমতা রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে। ইউক্রেন অবশ্য দাবি করেছে, বাখমুত এখন তাদের দখলে। সেখানে রাশিয়ার সেনা নেই। টেলিগ্রামে একটি অডিও বার্তা দিয়েছেন ওয়াগনারের প্রধান প্রিগোজিন। ২৫ মে থেকে ১ জুনের মধ্যে বাখমুত রাশিয়ার সেনার হাতে হস্তান্তর করা হবে। 


উল্লেখ্য, গত শনিবারেই (২০ মে) ভাগনার জানিয়েছিল, পূর্ব ইউক্রেনের বাখমুত এখন তাদের দখলে। ইউক্রেন তখনই বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেয়, বাখমুত রাশিয়া কখনো দখল করতে পারেনি। রাশিয়ার সেনা সেখানে নেই। বাখমুত নিয়ে ওয়াগনারের সঙ্গে ইউক্রেনের সেনার দীর্ঘদিন ধরে লড়াই চলছে। 

মাঝে ওয়াগনারের প্রধান জানিয়েছিলেন, রাশিয়ার প্রশাসন তাদের সঙ্গে সবরকম সহায়তা করছে না। তাদের অস্ত্র পাঠানো হচ্ছে না, রশদ দেওয়া হচ্ছে না। এবং এই কারণে বহু ওয়াগনার সেনা নিহত হচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি। 

চলতি মাসের গোড়াতেই তিনি জানিয়েছিলেন, এভাবে চলতে থাকলে বাখমুত ছেড়ে তার সেনা ফিরে যেতে বাধ্য হবে। বাখমুতের পশ্চিমে ওয়াগনার সেনা একটি ডিফেন্স লাইন তৈরি করেছে বলে জানিয়েছেন ওয়াগনার প্রধান।


গত আট মাস ধরে বাখমুতের দখল নিয়ে লড়াই চলছে ইউক্রেন ও রাশিয়ার। রাশিয়ার সেনার বিপুল ক্ষতি হয়েছে বাখমুতে। ইউক্রেন এই দাবি আগেই করেছিল। পরে ওয়াগনার প্রধান তা স্বীকার করেন। অন্যদিকে, সম্প্রতি ওয়াশিংটন একটি সমীক্ষা করেছে। 

মার্কিন গোয়েন্দা রিপোর্টের দাবি, প্রায় এক লাখ রাশিয়ার সেনা কম বেশি জখম হয়েছে বাখমুতের লড়াইয়ে। নিহত অন্তত ২০ হাজার। ইউক্রেনও কমবেশি ২০ হাজার সেনা হারিয়েছে বলে ওই রিপোর্টে বলা হয়েছে।