ঢাকা প্রেস,চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার দর্শনায় একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী শাহাবুল হোসেন (৫২)কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এই আসামিকে মঙ্গলবার রাতে দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তাকে দর্শনা আমলি আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারকৃত শাহাবুল হোসেন রামনগর গ্রামের গোলজার হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম জানান, শাহাবুল হোসেনের বিরুদ্ধে মাদক, চোরাকারবারি, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অগ্নিসংযোগসহ ১০টি মামলা রয়েছে। এছাড়াও তিনি বোমা ও ককটেল তৈরিতে পারদর্শী, এবং বোমা বিস্ফোরণে তার ডান হাত উড়ে যায়।
গত ৫ আগস্ট থেকে তিনি দর্শনায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এলাকায় মাদক ব্যবসার জন্য ভয়ঙ্কর হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মেজর জাহাঙ্গীর আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়, যা থেকে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। আদালত শাহাবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।