বার্সা-অ্যাথলেটিকোর গোল ও কামব্যাক থ্রিলার: সেমিফাইনালের উত্তেজনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪২ অপরাহ্ণ   |   ৯২ বার পঠিত
বার্সা-অ্যাথলেটিকোর গোল ও কামব্যাক থ্রিলার: সেমিফাইনালের উত্তেজনা

স্পোর্টস ডেস্ক:-

 

বার্সেলোনার লুইস কম্পানিসে যেন কোনো ফুটবল ম্যাচ নয়, বরং এক থ্রিলার সিরিজের শুরু হয়েছিল। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ঘটনা শুরু হয়েছিল এক অবিশ্বাস্য ও চমকপ্রদভাবে। ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। তারপর মাত্র ষষ্ঠ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে অ্যাথলেটিকো ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
 

কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং শুরু। মাত্র দুই মিনিটের ব্যবধানে বার্সেলোনা ফিরে আসে ম্যাচে। ১৯ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি গোল করেন, আর ২১ মিনিটে তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি গোল করে বার্সাকে সমতায় ফিরিয়ে আনে। ম্যাচ ২-২ গোলের সমতায় চলে আসে।
 

প্রথমার্ধের শেষের আগেই বার্সেলোনা অবিশ্বাস্যভাবে ৩-২ ব্যবধানে লিড নেয়। ৪১ মিনিটে গোল করেন বার্সার আরেক স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। প্রথমার্ধে বার্সেলোনার দখলে ৩-২ গোলের লিড। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি গোল করেন, যাতে ম্যাচ ৪-২ ব্যবধানে বার্সার পক্ষে চলে আসে।
 

এখন, বার্সার দৃষ্টিতে কামব্যাকের গল্প প্রায় শেষ। ৪-২ ব্যবধানে লিড নিয়ে ম্যাচে এগিয়ে থাকা বার্সা মনে করেছিল, এটি আর শেষ হয়ে গেছে। কিন্তু থ্রিলারের আরেকটি মোড় আনে অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৮৪ মিনিটে মার্কোস লরিয়েন্তে গোল করে ব্যবধান ৪-৩ করেন। যোগ করা সময়ে, নরওয়েজিয়ান স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার সারলথ গোল করে ৪-৪ সমতায় ম্যাচ শেষ করেন।
 

প্রথম লেগের উত্তেজনাপূর্ণ থ্রিলার যেন এক সিনেমার প্রথম দুটি কিস্তির মতো শেষ হলো। এখন সিকুয়েলের অপেক্ষা। সেই সিকুয়েল ম্যাচটি হবে ৩ এপ্রিল, অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে। অপেক্ষা শুধু গল্পের শেষ দেখতে।