দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাট: বিতর্ক এখনো চলমান

প্রকাশকালঃ ১৩ জুন ২০২৪ ০২:৪৮ অপরাহ্ণ ৬০০ বার পঠিত
দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাট: বিতর্ক এখনো চলমান

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


প্রধান শিক্ষকের এমপিও বন্ধ থাকা সত্ত্বেও, কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়মিতভাবে পশুর হাট বসছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা চলছে।

 

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, পশুর হাটের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। টিফিনের সময় ছুটি দিয়ে মাঠে হাট বসানো হচ্ছে। এর ফলে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না।
 

এছাড়াও, পশুর মলমূত্রের কারণে বিদ্যালয়ের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। শহীদ মিনারও অবমাননার শিকার হচ্ছে।

প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার টাকার বিনিময়ে প্রবেশপত্র বিতরণ ও অনিয়মের অভিযোগে এমপিও বন্ধ হলেও, তিনি এখনো হাট বন্ধ করছেন না
 

স্থানীয়রা দাবি করছেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও হাটের ইজারাদার একই ব্যক্তি হওয়ায় প্রধান শিক্ষককে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না।
 

এই বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) তদন্ত করছে।

উল্লেখ্য, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।