নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন কে?
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪২ অপরাহ্ণ
|
১৮০ বার পঠিত
আজ শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল। অনেকেরই কৌতূহল—কে ঘোষণা করবেন দলের নাম? জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরাই আনুষ্ঠানিকভাবে নতুন দলের নাম ঘোষণা করবেন।
দলের নাম ঘোষণার পর আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ দুই পদের নাম প্রকাশ করা হবে। এরপর কেন্দ্রীয় কমিটির ১৪৯ জন সদস্যকে একে একে মঞ্চে ডাকা হবে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নতুন এই দলের নাম হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারুণ্যের শক্তিকে ভিত্তি করে গঠিত দলটির শীর্ষ ১০টি পদ ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ হলেন:
- আহ্বায়ক: নাহিদ ইসলাম
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব
- সদস্য সচিব: আখতার হোসেন
- সিনিয়র যুগ্ম সদস্য সচিব: তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা
- মুখ্য সংগঠক: হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল)
- মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটোয়ারী
- যুগ্ম মুখ্য সমন্বয়ক: আব্দুল হান্নান মাসউ
দ
দলের আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই মানুষের ঢল নেমেছে অনুষ্ঠানস্থলে। ইতিহাসের অংশ হতে বহু মানুষ উদ্দীপনা নিয়ে উপস্থিত হচ্ছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে।