নারায়ণগঞ্জের বন্দরে ছাগলের খামারে আগুন, কেয়ারটেকার সাদ্দাম কে হত্যা চেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ এপ্রিল ২০২৫ ০২:২১ অপরাহ্ণ   |   ৭৭ বার পঠিত
নারায়ণগঞ্জের বন্দরে ছাগলের খামারে আগুন, কেয়ারটেকার সাদ্দাম কে হত্যা চেষ্টা

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 


ছাগলের খামারে আগুন দিয়ে খামারের কেয়ারটেকার সাদ্দাম (৩০) কে হত্যা করতে চেয়েছিল দূর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে সাদ্দামকে এ হত্যাচেষ্টা করেছে বলে ধারণা করেন সাদ্দামের পরিবার খামারের মালিকপক্ষ এবং এলাকাবাসী। অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার তথা ঈদুল ফিতরের রাতের শেষে ফজরের নামাজের সময়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ছোনখোলা এলাকায়। 

 

 

সাদ্দাম জানায় তিনি এ খামারের কেয়ারটেকার। তিনি ছোনখোলা এলাকারই আব্দুল মান্নানের ছেলে এবং একই এলাকার হাজী আব্দুল আউয়াল ব্যাপারীর অনার্স পাশ ছেলে আবু সালেহ (২৯) মোহাম্মদ রফিকের মাস্টার্স পাশ করা ছেলে আরমান এবং আব্দুর রহমানের এইচ এস সি পাশ করা ছেলে আরমান মিলে এ ছাগলের খামার গড়ে তোলে। 

উল্লেখিত উদ্যোক্তা যুবকেরা জানান, আমরা প্রথমে তিন জনে তিন লাখ টাকা পুঁজি নিয়ে মাত্র তিনটি ছাগল কিনে এই খামারের যাত্রা শুরু করি। বর্তমানে কেয়ারটেকার সাদ্দামসহ আমাদের সকলের কঠোর পরিশ্রমে ছাগলের সংখ্যা বর্তমানে ৩৪ টায় দাঁড়িয়েছে। যার থেকে ৪টি ছাগল আগুন সন্ত্রাসীরা লুট করে নিয়ে গেছে। তারা আরও বলেন,আমাদের কেয়ারটেকার সাদ্দাম, গত দু'বছর ধরেই এই খামারে ঘুমায়। রমজানের শেষ ১০ দিন সে ছিল মসজিদে। এতেকাফে বসেছিল সে। আর এতেকাফ শেষে গত ২৯ মার্চ চাঁদরাত এবং ঈদের রাত তথা ৩১ মার্চ রাত মঙ্গলবার ও সে তার নিজ ঘরে ঘুমিয়েছিল। কিন্তু দূর্বৃত্তরা ভেবেছিল সাদ্দাম এতেকাফ শেষ করে খামারেই ঘুমিয়েছে। আর সে কারণেই সাদ্দামকে হত্যার উদ্দেশ্যে খামারের যে অংশে সাদ্দাম ঘুমায় ঠিক সে জায়গায় আগুন লাগিয়েছিল। আল্লাহর রহমতে আগুনে পুড়ে কাঠের পাটাতন নিচে পড়ে গেলে আগুনও নিচে পড়ে যায়। ফলে খামারের কোন ছাগল আগুনে পোড়েনি তবে ঐ আগুন সন্ত্রাসী দূর্বৃত্তরা খাম�