রাজধানীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৫ ০২:৩৬ অপরাহ্ণ   |   ১৩৮ বার পঠিত
রাজধানীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরও ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
 

সোমবার (২১ এপ্রিল) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক ও উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
 

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • ছাত্রলীগ বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. বাপ্পি (৩০)

  • আ.লীগ দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট সহ-সভাপতি মো. মহিবুর রহমান (৫০)

  • মনোহরগঞ্জ উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭)

  • বংশাল থানা ৩২ নম্বর ওয়ার্ড আ.লীগ সহ-সভাপতি বাবু আহাম্মেদ (৫৫)

  • ২২ নম্বর ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক (৫৫)

  • কলাবাগান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন (৪৮)

  • ঢাবি জগন্নাথ হল ছাত্রলীগের নাট্য ও বিতর্ক সম্পাদক দীপম সাহা (২৬)

  • ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৪২)

  • ছাত্রলীগ কর্মী মো. মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়াল
     

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। তারা রাজধানীতে ঝটিকা মিছিল, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টায় জড়িত ছিলেন।
 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি।