প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরখাস্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ আগu ২০২৪ ০৯:৩৩ অপরাহ্ণ   |   ৫৪২ বার পঠিত
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরখাস্ত

ঢাকা প্রেস নিউজ
 

বুধবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত অনুযায়ী, তিনি আর সরকারের এই গুরুত্বপূর্ণ পদে থাকবেন না।

সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মো. তোফাজ্জল হোসেন মিয়ার সাথে সরকার যে চুক্তি করেছিল, সেখানকার ৭ নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, চুক্তির শর্তানুযায়ী, সরকার যেকোনো সময় তাঁর নিয়োগ বাতিল করতে পারবে।