বিসিবি পরিচালক পদে নির্বাচিত হলেন খালেদ মাসুদ পাইলট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৫ ০৬:২০ অপরাহ্ণ   |   ৬২ বার পঠিত
বিসিবি পরিচালক পদে নির্বাচিত হলেন খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয় পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন।
 

পাইলট ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও বিশেষ সংস্থা) থেকে কাউন্সিলর মনোনীত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ক্যাটাগরিতে মোট ৪৩ জন কাউন্সিলর ভোট দেন। এর মধ্যে খালেদ মাসুদ ৩৫ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনোনীত প্রার্থী দেবব্রত পাল পান ৭ ভোট। একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।
 

ক্যাটাগরি-৩ এ ভোট প্রদান করেছেন সাবেক ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, জাতীয় ক্রীড়া পরিষদ ও দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
 

তাদের ভোটে আবারও ক্রিকেট প্রশাসনে দায়িত্ব নেওয়ার সুযোগ পেলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, যিনি এর আগে খেলোয়াড় হিসেবেও দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।