মিরাজের জোড়া আঘাতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

প্রকাশকালঃ ৩১ আগu ২০২৪ ০২:২৮ অপরাহ্ণ ৩৮২ বার পঠিত
মিরাজের জোড়া আঘাতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

প্রথম ওভারেই আবদুল্লাহ শফিককে বোল্ড করে প্রত্যাবর্তন টেস্টে বড় কিছুর আভাস দিয়েছিলেন তাসকিন আহমেদ।

তাসকিনের প্রাথমিক সাফল্য সত্ত্বেও, পাকিস্তানের দ্বিতীয় উইকেট জুটি বাংলাদেশের পরিকল্পনাকে ব্যাহত করেছে। বাংলাদেশের পেসাররা শুরুতে ভালো সুবিধা পেলেও, মিডল ওভারগুলোতে পাকিস্তানি ব্যাটসম্যানরা তাদের আক্রমণকে প্রতিহত করেছে।

শান মাসুদ এবং সাইম আইয়ুবের দৃঢ় ব্যাটিংয়ের ফলে পাকিস্তান প্রথম ইনিংসে দৃঢ় অবস্থান সৃষ্টি করেছে। তারা দ্রুত রান তুলতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশের বোলারদের উপর চাপ সৃষ্টি করেছে।

মধ্যাহ্ন বিরতির পর আবারো ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের বলে এলবিওডব্লিউর ফাঁদে পড়ে আউট হন ৬৯ বলে ৫৭ করা পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তার কিছুক্ষণ পরেই মিরাজের বলেই আউট হন ১১০ বলে ৫৮ রান করা আব্দুল্লাহ শফিক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৩ উইকেট হারিয়ে করেছে ১২৭ রান।