বার্তাকক্ষ-
ভারতীয় ক্রিকেটের আশা জাগানো তারকা মুশির খান এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। উত্তর প্রদেশে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে পারেন।
সংবাদমাধ্যম স্পোর্টস তাক জানিয়েছে, ঘাড়ে চোট পেয়েছেন মুশির। তাদের দাবি, এই চোটে ৬ সপ্তাহ থেকে ৩ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে মুশিরকে।
স্পোর্টস তাক–কে একটি সূত্র বলেছে, ‘দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। গাড়িটি রাস্তায় ৪ থেকে ৫ বার উল্টে গেছে, এ কারণেই মুশির গুরুতর চোট পেয়েছে।’ টাইমস অব ইন্ডিয়াও একটি সূত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘ইরানি কাপের জন্য দলের সঙ্গে লক্ষ্ণৌ যাননি মুশির। আজমগড় থেকে সম্ভবত সে তার বাবার সঙ্গে ভ্রমণ করছিল। সেখানেই দুর্ঘটনা ঘটে।’
মুশির খান, যিনি সম্প্রতি তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন, তিনি দুলীপ ট্রফি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে দুর্দান্ত ইনিংস খেলে সকলকে মুগ্ধ করেছিলেন। তার এই পারফরম্যান্সের জন্য তিনি অস্ট্রেলিয়া সফরে ভারত 'এ' দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও জাগিয়েছিলেন।