হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, কেক কাটা আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১লা মার্চ) সকাল ১১টায় চিলমারী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা জামায়াতের আমির সহঃ অধ্যাপক নুর আলম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, ভয়েস অফ চিলমারী অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক রুবেল মিয়া, বন্দর প্রেসক্লাবের সভাপতি ফাহমিদুল হক বুলেট, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের যুগ্ন সাংগঠনিক সম্পাদক ফয়সাল হক রকি, সাংগঠনিক সম্পাদক এস এম রাফি, উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হক নয়ন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তথ্য বিষয়ক সম্পাদক জায়েদ ইসলাম নয়ন, গোলাম মোস্তফা (বিএসসি) সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং লং জাম্পে দেশ সেরা অর্জনকারী সুবর্ণা আক্তারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।